• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

অপরাধ

কেরানীগঞ্জে ছিনতাইকারীরা বেপরোয়া , পনের দিনে ৪টি ছিনতাইয়ের ঘটনা

  • ''
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০২৩

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ


ঢাকার কেরানীগঞ্জ ছিনতাই কারীদের দখলে, দিন দুপুরে হয় ছিনতাই এর মতো ঘটনা, আইন শৃঙ্খলার চরম অবনতি। ছিনতাইকারীর হাতথেকে রক্ষা পায়নি সাধারন মানুষ ও সাংবাদিক। এ ছিনতাই প্রমান করে থানা পুলিশ ঘুমিয়ে পড়েছে। কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিন কেরানীগঞ্জে গত কয়েক দিনে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।অনেক ভুক্তভোগী ছিনতাইকারীদের কবলে পড়লেও পুলিশের জামেলা থেকে বাঁচতে থানা পুলিশের সহযোগিতা নিতে আসে না। ছিনতাই এর ঘটনায় ভুক্তভোগিরা থানায় জিডি বা অভিযোগ ছাড়া কোন আইনগত সহযোগিতা পায় না বলে অভিযোগ করেছে অনেকে। সাধারন মানুষ নিজের সর্বস্ব হারিয়ে জিডি বা অভিযোগের আশ্রায় নিলেও হারিয়ে যাওয়া জিনিস উদ্ধারে পুলিশের গরিমসির কারনে থানা পুলিশ করতে আসেনা ভুক্তভোগিরা।
চলতি ডিসেম্বর মাসের পনের দিনে দুই থানা এলাকা কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিন কেরানীগঞ্জে  কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রশাসন নিরব। এ ছিনতাইয়ের কবলে পড়েছে সাংবাদিক, সরকারী কর্মকর্তা, শিক্ষক , মার্কেটিং কর্মকর্তা, ছাত্রসহ অনেকে। ছিনতাইয়ের ঘটনায় থানা পুলিশের টহল টিম থাকলেও এছিনতাই সিন্ডিকেটের মুল হোতা কারা এর সঠিক নির্নয় করতে অক্ষম পুলিশ। সড়কে একা চলাচলে চরম নিরাপত্তায় আছে সাধারন মানুষ। সাংবাদিক প্রানে বেচে যায়।  গত ১ অক্টোবর একই এলাকায় ছিনতাইকারীরা এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করে বুকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা সকল টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। গত ১৫ দিনে কেরানীগঞ্জে প্রায় চার থেকে পাচঁটি হত্যার ঘটনা ঘটলেও এর কুলকিনারা করতে পারেনি থানা পুলিশ। র‌্যাব একটি হত্যা মামলার ঘটনা উম্মেচন করেছে এবং পাচজন আসামীকে আটক করলেও ছিনতাইকারীরা প্রতিদিন বড় ধরনের ঘটনা ঘটিয়ে চলছে।  

গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার মাগরিবের পর কদমতলী বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন চত্ত¡র এলাকায় রুহিতপুর এলাকার বাসিন্দা (৬৯) অফিস থেকে বাসায় ফেরার পথে রিকশা ভাড়া করার সময় ছিনতাই কারীদের কবলে পড়েন । তার হাতে থাকা ব্যাগটি টানদিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যাগে অফিসের গুরুত্বপূর্ন কাগজসহ তার একটি এনডয়েট স্মর্ট মোবাইল ও একটি বাটনসেট মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানার আওতায় মনে করে মডেল থানায় গেলে ডিউটি অফিসার বলে যেখানে ছিনতাই এর ঘটনা ঘটেছে সেটা দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় পড়েছে পরে তার পরিচিত মিজান নামে একভদ্রলোক তাকে দক্ষিন থানায় নিয়ে যায়। তিনি একটি জিডি করেন বলে জানান। তিনি অভিযোগ করে বলেন কেরানীগঞ্জে  আইন শৃঙ্খলার চরম অবনতি, ছিনতাইকারীরা এতটা বেপড়োয়া গুলিস্থান এর মত হয়েছে। তিনি বলেন সাধারন মানুষ ছিনতাইকারীদের কারনে হাটতে পারবে না এটা কোন ভাবে কাম্যনয়।
গত ১৩ ডিসেম্বর বুধবার সন্ধা ৬ টায় বেগুনবাড়ি ব্রীজের উপর থেকে আল আমিন নামে  বোভে¦ সুইটস মার্কেটিং কর্মকর্তা ছিনতাইকারীর কবলে পড়ে তাকে চাকু ডেকিয়ে তার সাথে থাকায় টাকা পয়সা ও মোবাইল নিয়ে যায়। এঘটনায় আল আমিন দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি জিডি করেছেন। আল আমিন ছিনতাই ঘটনার বর্ননা দিয়ে বলেন আমি ব্রীজের উপর থেকে নিচে নামতে গেলে দুজন ব্যক্তি এসে চাকু ঠেকিয়ে দেয়। বলে যা আছে বেরকর পরে ছিনতাই কারীরা আমার দেহ তল্লাসি করে রিয়েলমি  ৯প্রো এন্ড্রয়েড মোবাইল নিয়ে সেকেন্ডে মধ্যে পালিয়ে যায়। আমি শুধু তাকিয়ে রইলাম। কোন ডাক চিৎকার করার সময়দেয়নি । আশপাশে কোন লোকজন ছিল না। আল আমিন বলেন আমরা এত সচেতন হয়েও সন্ধা বেলা এধরনে ছিনতাইয়ের ঘটনা ঘটে যাবে চিন্তাও করতে পারিনি।
শনিবার ১৬ ডিসেম্বর সকাল ৭ টায় সাংবাদিক মোঃ রাকিব হোসেন (ঢাকা জেলা প্রতিনিধি দৈনিক নয়া দিগন্ত)নিজের বাসা থেকে বের হয়ে  বেগুনবাড়ি ব্রীজের কাছে গেলে ছিনতাইয়ের কবলে পরে। তার বুকে চাকু ডেকিয়ে  তার সাথে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল স্যামস্যাং এম র্থাটিঅন ও নগদ ২৫ হাজার টাকা ইন্টাঃ ক্রেডিট কার্ড,নয়া দিগন্ত সাংবাদিক কার্ড   ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ঘটনার বর্ননা দিয়ে সাংবাদিক রাকিব হোসেন বলেন,সকাল আনুমানিক ৭ টায় আমার নিজ বাসা থেকে বের হয়ে বরিশালে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য গ্রীন লাইন কাউন্টার এর উদ্দেশ্য রওয়ানা দেই বেগুন বাড়ি ব্রীজ নিচ থেকে ব্র্রীজ এর উপরে ওঠার সময় দুই যুবক আমার বুকে ছুরি ধরে। আমি একা আশপাশে লোকজন নেই। বলে যা কিছু আছে দে না হলে ছুরি মেরে দিব। ভয়ে আর কথা না বাড়িয়ে সব কিছু ওরাই কেড়ে নিয়ে নেয়। তিনি অভিযোগ করে বলেন ছিনতাই কারীদের ভয়ে রাস্তায় হাটাদায়  আমার ভাবতেও অভাগ লাগে মানুষ যাবে কই সাধারন মানুষের নিরাপত্তা কোথায়? প্রতিটি এলাকায় এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সাংবাদিক রাকিব হোসেন এর এজহারের তদন্তকারী কর্মকর্তা সাথে যোগাযোগ করলে জানান কাজ করছি।  
এ বিষয় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির বলেন, সাংবাদিক  রাকিব হোসেন এর বিষয়টি আমি জেনেছি।  একটি এজহার নিয়েছি। আমরা তার বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। ছিনতাইকারীদের নির্নয় করতে কাজ চলছে। অতিদ্রæত ছিনতাইকারীদের আইনের আওতায় আনা হবে।


   
  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads